তানোরে ফাঁড়ি পুলিশের অভিযানে ৪কেজি গাঁজাসহ ১জন মহিলা গ্রেফতার 

রাজশাহী
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর থানার মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে প্রায় ৪কেজি গাঁজাসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেলের দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসানের নির্দেশে পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম ও এএসআই শাহাজুল ইসলামের নেতৃত্বে মুন্ডুমালা সরদার পাড়া গ্রামের মিলন আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় বাড়ি থেকে মিলন পালিয়ে রক্ষা পেলেও তার স্ত্রী জোছনা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।
জোছনা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলো। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪কেজি গাজাসহ হাতেনাতে আসামী জোছনা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *