বাগমারার বানইল গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

রাজশাহী লীড

বাগমারা প্রতিনিধিঃ “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ ” এ স্লোগানকে সামনে রেখে ইন্জিঃ এনামুল হক এমপির প্রচেষ্টায় শতভাগ বিদ্যুৎ সংযোগের পথে বাগমারা উপজেলা। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল গ্রামের ২২৮ টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে ইউনিয়নের বানইল উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুুষ্ঠানের আয়োজন করা হয়। অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আলহাজ্ব ইন্জিঃ মোঃ এনামুল হক এমপি।

গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তারুজামান বুলবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাস্টার আসাদুজ্জামান আসাদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু অনিল কুমার সরকার। জেলা আ’লীগের অন্যতম সদস্য অধ্যাপক আঃ সামাদ,পল্লি  বিদ্যুৎ বাগমারা জোনাল অফিসের কো অডিনেটর আকরাম হোসেন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আহসান হাবিব,বাগমারা উপজেলা যুবলীগ সভাপতি আল মামুন প্রাং,গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি কেএম গুলবর রহমান, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম বাবু,গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার সুরাত আলী, আউচপাড়া ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মসলেম উদ্দিন,৭নং ওযার্ড সভাপতি বকুল,সম্পাদক রহিদুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ,সাবেক ৬নং ওযার্ড সম্পাদক মাহাবুর রহমান আ’লীগ নেতা ও প্রধান শিক্ষক মামনুর রশিদ মামুন,অনুুষ্ঠানটির সার্বিক তত্বাবধান করেন মাস্টার মোস্তাক আহম্মেদ,এমসয় আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাগমারা জোনাল অফিস সুত্রে জানা গেছে বানইল গ্রামের ২২৮ টি বাড়িতে  ৪.৪০৩ কিঃমিঃ বিদ্যুৎ লাইন নির্মানে ব্যায় হয়েছে ৭৯ লক্ষ ২৫ হাজার ৪শত টাকা।
স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *