মহানগরীর ১৯নং ওয়ার্ডে চলমান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের চলমান উন্নয়ন নিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকাবাসীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কাউন্সিলর বলেন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রায় তিন হাজার কোটি টাকার এ প্রকল্পের আওতায় নগরীতে প্রতিটি ওয়ার্ডে সড়ক, ড্রেনসহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে। ১৯নং ওয়ার্ডের উন্নয়নে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ১৯নং ওয়ার্ডে রাস্তা, ড্রেন সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। অত্র ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ করা হচ্ছে। ১৯নং ওয়ার্ড দিয়ে যাওয়া আলিফ লাম মিম ভাটার মোড় হতে বিহাস পর্যন্ত সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি লাগানো হয়েছে। প্রশস্ত সড়কের কারণে অত্র এলাকার আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ এলাকার উন্নয়নে অধিক বরাদ্দের মাননীয় মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে রাজশাহীর উন্নয়ণ
অব্যাহত রাখতে আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মেয়র ও আমার সাথে থাকার এলাকাবাসীর প্রতি আহŸান জানাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সদস্য ও শাহ মখদুম থানা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আকতারুল আলম, মহানগর আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সদস্য বাদশা শেখ, আলহাজ¦ ফুল মোহাম্মদ, আলহাজ্জ্ব আব্দুল আওয়াল, আলহ্াজ¦ হাবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইয়াসীন মোল্লা, সেকেন্দার আলী, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি মো রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের নয়ন, মানিক, সাজু, ওহিদুল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

স্ব.বা/বা

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *