তানোরে পরকিয়ার মিথ্যা অপবাদ, বিষপানে গৃহবধুর আত্মহত্যা

রাজশাহী

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পরকিয়ার অপবাদ সইতে না পেরে অবশেষে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। রোববার দিবাগত রাত আটটার দিকে উপজেলার কামারগাঁ ইউপির দমদমা গ্রামে ঘটেছে বিষপানের এঘটনা। বিষপানের পর পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থা বেগতিক দেখে রামেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত্রি প্রায় ১২ টার দিকে মারা যান গৃহবধূ। নিহত গৃহবধূ নাম শাকিলা বেগম। তার একটা চার বছরের সন্তান রয়েছে। সে মাসুদ রানার স্ত্রী। মাসুদ রানা রফিক মন্ডলের পুত্র। মায়ের এমন অকাল মৃত্যুতে সন্তান বাকরূদ্ধ হয়ে পড়েছেন যেমন, তেমনিভাবে গৃহবধূর পিতার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির দমদমা গ্রামের রফিক মন্ডলের পুত্র মাসুদ রানা একই এলাকার আব্দুলাহ পুর গ্রামে বিয়ে শাকিলা। তাদের সংসারে সাড়ে চার বছরের পুত্র সন্তান রয়েছে। এ অবস্হায় একই বাড়িতে বসবাস করেন মাসুদের চাচা শাহাবুল ও তার পরিবার। শাহাবুলের পুত্র বুলবুলের সাথে মাসুদ রানার স্ত্রী শাকিলাকে মাঝে মধ্যে পরকিয়ার মিথ্যা অপবাদ দেন বুলবুলের পিতা মাতারা। এই অপবাদ সহ্য করতে না পেরে রোববার রাত আটটার দিকে গৃহবধূ এক সন্তানের জননী বিষপান করেন। বিষপানের পর গৃহবধূ বমন করতেই থাকেন। অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত্রি প্রায় সাড়ে ১২টার দিকে মারা যান।

গৃহবধূর পিতা মহাদেব পুরগ্রামের পচন জানান,মেয়ের বিষপানের খবর পেয়ে নিজেই হতবাগ হয়েছি। আবার চার বছরের সন্তান রেখে গেল। তারা মাঝে মধ্যেই পরকিয়ার অপবাদ দিত। এমন অপবাদের কারনেই আমার মেয়েকে মরতে হল। মেয়ের মাকে কোনভাবেই থামানো যাচ্ছে না।কিছুক্ষণ পরপর জ্ঞান হারিয়ে ফেলছে। নিহত গৃহবধূর লাশ রাজশাহী মেডিকেল হাসপাতালে পোস্টমর্টেম শেষে গৃহবধূর বাপের বাড়িতে করব দেয়া হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, বিষ পানে আত্মহত্যার ঘটনা শুনেছি কিন্তু রুগী রাজশাহী মেডিকেলে মারা যাওয়ায় সেটা রাজপাড়া থানা পুলিশ দেখবেন বলে তিনি জানান।

স্ব.বা/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *