নওগাঁয় প্রানিসম্পদ প্রর্দশনী’২০২২ অনুষ্ঠিত

রাজশাহী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় প্রানিসম্পদ অফসি ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে ‘প্রানিসম্পদ প্রর্দশনী’২০২২ অনুষ্ঠতি হয়েছে। প্রাণসিম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগতিায় বুধবার দিনব্যাপি মান্দা এসসি পাইলট উচ্চ বদ্যিালয় মাঠে এ প্রর্দশনীর আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতথিরি বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য জনাব ইমাজ উদ্দনি প্রামানিক(এমপি)।

উপজেলা নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রানিসম্পদ র্কমর্কতা অভিমান্য চন্দ্র।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামসুন্নাহার ইয়াসমিনের সঞ্চালনায় সভায়

অন্যদরে মধ্যে বক্তব্য দেন উপজলো চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজলো প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজলো সহকারী শক্ষিা র্কমর্কতা রজোউল ইসলাম, উপজলো ভটেরেনিারি র্সাজন শায়লা শারমিন, উপজলো রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, উপজলো ডইেরী র্ফার্মাস এ্যাসোসয়িশেনরে সভাপতি চন্দন কুমার মত্রৈ, খামারী জহুরুল হক প্রমুখ।

প্রর্দশনীতে ৩৪টি ষ্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রর্দশনীতে অংশ নেওয়া ষ্টলগুলোর মাধ্যে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা  হয়।

স্ব.বা/রু

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *