আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনে দলের সাবেক সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসকে পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম শিমুল এমপির পরিবর্তে সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজানকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
রোববার বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা সম্মেলন শেষে এই নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
স্ব.বা/বা
Spread the love