১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে রাসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনের সামনে প্রধান ফটক চত্বর ও সকল ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর ১টায় এফডবিøউসিএ এবং শেখ রাসেল শিশু পুর্নবাসন কেন্দ্রে প্রতিবন্ধী শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও কেক কাটা হবে। বাদ যোহর ও সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সোনাদিঘী জামে মসজিদ, নগরভবন ওয়াক্তিয়া মসজিদসহ প্রত্যেক ওয়ার্ডের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপসানলয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

বিকেল ৩টায় নগরভবনের বঙ্গবন্ধু কর্ণাণের সামনে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় সিটি হল সভাকক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হরিজন শিক্ষার্থীদের শিক্ষা প্রণোদনা প্রদান করা হবে। সন্ধ্যায় বঙ্গবন্ধু চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত (২৫ মার্চ ব্যতীত) নগর ভবন ও সড়কদ্বীপসমূহ আলোকায়ন করা হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *