আগামীকাল (২১ মার্চ) বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

রাজশাহী

বাঘা প্রতিনিধি: আগামীকাল সোমবার (২১ মার্চ) বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে শাহদোৗলা সরকারি কলেজ মাঠে। মধ্যাহৃভোজের পর দুপুর সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অথিতি হিসেবে থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন,সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম ঠান্ডু ও বেগম আখতার জাহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, রাজশাহী জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি)। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায়, সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।

এই সম্মেলন সফল করতে শুক্রবার (১৮-০৩-২০২২) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার,সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি),সহ সভাপতি আমানুল হাসান দুদু, আমজাদ হোসেন নবাব, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। সন্ধ্যার পর প্রচার মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
আশরাফুল ইসলাম বাবুল জানান, ২৫ হাজার নেতা-কর্মীর উপস্থিতির টার্গেট রেখে সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি জানান,কাউন্সিল অধিবেশনের পর বিকেল ৫টা থেকে শাহদৌলা সরকারি কলেজ মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য,২০১৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন আশরাফুল ইসলাম বাবুল।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *