নাটোরে নলডাঙ্গায় আগুনে পুড়েছে চার কৃষকের বসত ঘর 

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে চার কৃষকের বসত ঘর সহ মুল্যবান আসবাব পত্র পুড়ে গেছে।
বুধবার ভোর রাতে নলডাঙ্গা পৌর এলাকার নওদাপাড়া মহল্লায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছেন এলাকার মৃত সমসের আলীর স্ত্রী কুলসুম বেগম, ছেলে মকবুল হোসেন, রতন হোসেনের ছেলে শুকুর আলী ও আলমগীর হোসেন। অগ্নিকান্ডে এই চারজনের টিনের চালের তৈরি ৪টি বসতঘর টিভি, ফ্রিজ, আসবাবপত্র এবং আলমগীরের ২টি টিনেরঘর ৪টি ছাগল সহ মুল্রবান আসবাব পত্র ভষ্মিভুত হয়েছে। এতে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
নাটোর ফায়ার স্টেশন ও এলাকাবাসী সুত্রে জানাযায়, বুধবার ভোর চারটার দিকে কৃষক মকবুলের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহুতের্র মধ্যে পাশের বাড়ি ঘড়সহ আলমগীর হোসেনের বাড়িতেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে নাটোরের ফায়র স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোঃ আকতার হামিদ জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে চারটি বাড়ির প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামল পুড়ে গেছে।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *