নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেশরহাট মহিলা কলেজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। শনিবার (২৬ মার্চ) ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শ্রদ্ধা জানিয়ে কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলামের নেতৃত্বে প্রথম প্রহরে পতাকা উত্তলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। পরে সকাল ১০ টায় কোরআন তেলোয়াত প্রতিযোগিতা এবং সাড়ে ১০ টায় সঙ্গীত প্রতিযোগিতা চলে। বেলা ১১ টায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও সাড়ে ১১ টায় একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় আলোচনা সভা এবং ১ টায় পুরস্কার বিতরণ ও দোয়া ও মাহফিল করেন তারা। ১ টা ৫০ মিনিটে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারীদের জন্য এক মধ্যভোজের আয়োজনও করা হয়।
স্ব:বা/না
Spread the love