নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালিত

রাজশাহী

নওঁগা সংবাদদাতাঃ নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার দিবসের প্রথম প্রহর সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এম পি।

পরে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগ, বিএনপি, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, সড়ক ও জনপথ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এডাব, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরে নওগাঁ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, সালাম গ্রহন, বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

এছাড়াও জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জেলা আওয়ামীলীগের অফিস কার্যালয় হতে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরনায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *