তানোরে ৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ নারী গ্রেপ্তার

রাজশাহী

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ ১জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯মার্চ)রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার বিশেষ টিম অভিযান চালিয়ে প্লাস্টিকের ডাম ভর্তি ৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ এ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার রায়তান বড়শো গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী নুর জাহান বেগম(৩৬) দীর্ঘদিন ধরে নিজ এলাকার আশেপাশে দেশীয় চোলাই মদের ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে থানায় ডজনখানেক মামলা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাঁরা দেশীয় মদের ব্যবসা অব্যাহত রেখে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি বলেন মাদকের বিরুদ্ধে এ অভিযান চলতেই থাকবে বলে সকলকে নিজ নিজ এলাকার মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *