রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী মহানগরীতে ৩৩/১১ কেভি ২দ্ধ১০/ ১৩.৩৩ এমভিএ সিটি হাট বাইপাস (জেআইএস) বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে উপকেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর উপকেন্দ্রটি ঘুরে দেখেন মেয়র মহোদয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপকেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পটির কাজ বাস্তবায়নের পর সেটি পরিচালনার জন্য নেসকো‘কে হস্তান্তর করা হয়েছে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সিইসি এন্ড ফরচুন জেভি (চায়না)।

এ সময়  নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিডিবির নির্বাহী প্রকৌশলী নিযামুল হক সরকার, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, নির্বাহী প্রকৌশলী (বি.বি.বি.বিমানবন্দর) জাহাঙ্গীর আলম সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ, রাজশাহী মহানগর শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *