নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪৪) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৯ টার সময় উপজেলার বীরকুৎসা রেলওয়ে স্টেশনের উত্তরে শোলাকুরা ব্রীজের উত্তর পাশের্ব এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয় খাজুরা ইউনিয়ন পরিষদের ২ নং ওর্য়াড সদস্য প্রভাষক আমজাদ হোসেন মন্টু জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে অজ্ঞাত ব্যক্তি রেললাইন দিয়ে পায়ে হেঁটে আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুরগামি আন্ত:নগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন ওই ব্যাক্তিটি ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। এতে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যাও হতে পারে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নন তিনি। এব্যাপারে রেলওয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
Spread the love