রং-সুগন্ধি মিশিয়ে কাঁচা আমের জিলাপি তৈরি, রসগোল্লাকে জরিমানা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘রসগোল্লা’ কাঁচা আমের জিলাপিতে আম নয়, বরং রঙ আর ফ্লেভার যুক্ত করে জিলাপি তৈরি করা হচ্ছিলো। প্রমাণ মেলায় শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মারুফ অভিযান চালিয়ে রসগোল্লার মালিক আরাফাত রুবেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান মারুফ বলেন, ‘রসগোল্লায় শুভকংরের ফাঁকি। তারা বিজ্ঞাপন প্রচার করছে ‘কাঁচা আমের জিলাপি’ বলে। আসলে তাতে কোনো আম নেই। ফুডগ্রেড রঙ আর আমের ফ্লেভার যুক্ত করা হচ্ছিলো।’

তিনি আরও বলেন, ১০ দিন আগে থেকেই তারা কাঁচা আমের জিলাপির ব্যবসা শুরু করেছেন। তখন রাজশাহীতে আমের গুটি খুবই ছোট ছিলো। কেবল মুকুল থেকে মটরদানা হয়েছে। এর কোনো স্বাদও ছিলো না। কাঁচা আম না বলে বলতে হতো কাঁচা আমের স্বাদ বা ফ্লেভার যুক্ত জিলাপি। তারা এটা না বলে সরাসরি বলেছে, ‘কাঁচা আমের জিলাপি’। এটা করে তারা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেছে। এর রঙটাও বৈধ পথে এসেছে কিনা সন্দেহ আছে। নতুন উদ্যোক্তা হওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করে তাকে সতর্ক করে বলেছি, ‘আমের স্বাদ বা ফ্লেভার যুক্ত বলতে হবে। কাঁচা আমের জিলাপি বলে প্রতারণা করা যাবে না।’

এ জরিমানার পর আরাফাত রুবেল তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘কাঁচা আমের জিলাপি নয়, কাঁচা আমের স্বাদের/ ম্যাংগো ফ্লেভার জিলাপি।’ জানতে চাইলে আরাফাত রুবেল বলেন, ‘আমাদের জিলাপিতে আমের ফ্লেভার ও রঙ ব্যবহার হতো। সঙ্গে আমও ব্যবহার হতো। তবে ভ্রাম্যমাণ আদালত আমের সাইজ দেখে খুশি হতে পারেননি। তাছাড়া কাঁচা আমের জিলাপি বলতে হলে শুধু কাঁচা আমই ব্যবহার করতে হবে। আমরা তা করিনি। বিজ্ঞাপন বা প্রচারণায় ভুল করায় আমাদের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।’

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *