থমকে গেল বাঘার এক মাধ্যমিক বিদ্যালয়ের চার পদের নিয়োগ পরীক্ষা

রাজশাহী

বাঘা প্রতিনিধিঃ থমকে গেল, বাঘা উপজেলার কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ৪ পদের নিয়োগ পরীক্ষা। গতকাল শনিবার(১৬-০৪-২০২২) ৪পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পদগুলো হলো-(১)অফিস সহকারি কাম হিসাব সহকারি (২) আয়া (৩) পরিচ্ছন্ন কর্মী(৪) নিরাপত্তা কর্মী। পদ প্রত্যাশীরা জানান, হঠাৎ প্রতিষ্ঠানটি তাদের জানিয়ে দিয়েছে,নিযোগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানের আকস্মিক এমন সিদ্ধান্তে হতভম্ব পদ প্রত্যাশীরা। অভিযোগের প্রেক্ষিতে ওই ৪ পদে নিয়োগ পরীক্ষা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

পদ প্রত্যশীদের মাধ্যমে জানা যায়, ২০২২ সালের ৬ জানুয়ারি ওই চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদনের যোগ্যতাসহ নিয়োগ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় চলতি বছরের ১৬ এপ্রিল পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল গনি অবসরে যাওয়ার প্রায় এগারো বছর পর প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। লেখাপড়া ভালো হলেও ভেতরে ভেতওে ¯œায়ু যুদ্ধ বন্ধ নেই। সবমিলে নিয়োগের বিষয়েও কাকে দেওয়া হবে না হবে, এ নিয়েও রয়েছে মতপার্থক্য। নিয়োগের আগেই প্রার্থী সিলেকশন দেওয়া ছাড়াও আর্থিক লেন দেনের বিষয়টিও রয়েছে বলেও মন্তব্য করেণ। জৈনক শিক্ষকও এমন মন্তব্য করে বলেন,যদি আর্থিক কোন লেন দেন হয়,সেটা বিদ্যালয়ের ফান্ডে জমা হওয়ার কথা। কিন্তু পকেট ভর্তি হোক এটা চাননা। তাদের সাথে কথা বলেও জানা গেল, অভিযোগের প্রেক্ষিতে নাকি নিয়োগ পরীক্ষা বন্ধ হয়ে গেছে। তবে তাৎক্ষনিক এর সত্যতা পাওয়া যায়নি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পুরো তথ্য না দিয়ে বলেন, অনিবার্য কারণ বশতঃ বন্ধ করা হযেছে। এ বিষয়ে লেখালেখির দরকার নেই।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *