বাঘা প্রতিনিধিঃ বাঘায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বাঘা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০-০৪-২০২২) ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি অফিসার (বাঘা) পাপিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন। রাজশাহীর ইউভিপি ও জোন প্রধান মিজানুর রহমান মিজির সভাপতিত্বে,‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ সম্পর্কে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক ড.মুহাম্মদ কাওছার হুসাইন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদসহ গ্রাহক ও ব্যাকটির অফিসার ও কর্মচারিগন ।
Spread the love