বাঘায় আবারও গরু চুরি!

রাজশাহী

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪-৪-২০২২) দিবাগত রাত তিনটার দিকে বাঘা পৌরসভা বলিহার হাজী পাড়ার গ্রামের আলম হোসেনের বাড়ি থেকে ১টি গরু চুরি হয়েছে। গরুটির আনুমানিক মূল্যে ১ লক্ষ টাকা। চুরি যাওয়া গরুর গায়ের রং কালো মাথায় হালকা সাদা টিপ আছে।

আলম হোসেন জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে আমি ট্রলি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পরই বাড়ির ভিতরে প্রবেশ করে গুয়াল ঘরের তালা কেটে গরুটি চুরি করে নিয়ে গেছে। বিষয়টি টের পাওয়ার পর আমার মা ঘরের দরজা খুলে বাইরে বের হলে তারা পুলিশের লোক পরিচয় দিয়ে গরুটি নিয়ে চলে যায়। খোজ খবর করে তাদের পাওয়া যায়নি। বিষয়টি থানায় অবগত করেছেন বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার (২২এপ্রিল)দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা বিনিময় পাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আফাজ উদ্দীনের বাড়ি সংলগ্ন গোয়াল ঘর থেকে গরু ৩টি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরু ৩টির আনুমানিক মূল্যে ৩লক্ষ ৮৫ হাজার টাকা হবে।
আফাজ উদ্দীন জানান, তার বাড়ি সংলগ্ন গোয়ালে মোট ৬টি গরু রাখা ছিল। এর মধ্যে ৩টি চুরি হয়ে গেছে। এর মধ্যে তার ছোট মুনজুর রহমানের সাদা-কালো রঙের এঁড়ে গরু ১টি। যার আনুমানিক মুল্যে হবে পঁচাশি হাজার টাকা। অপর ভাই প্রতিবন্ধী রবিউল ইসলামের সাদা-কালো রঙের ফিজিয়াম জাতের বকনা গরু ২টি। এর ১টি অন্তস্বত্বা রয়েছে। আনুমানিক মুল্যে হবে ৩ লক্ষ টাকা। ওই দিন রাত আনুমানিক দেড়টায় তার ছোট মুনজুর রহমান বাইরে বের হয়ে দেখেন গোয়ালে থাকা ৬টির গরুর মধ্যে ৩টি গরু নাই। বিষয়টি বাঘা থানাাকে অবগত করে নিজেরাও বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন বলে জানান আফাজ উদ্দীন। পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এছাড়াও তারাও উদ্ধারের চেষ্টা করছেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *