বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থা রাজশাহীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী
স্টাফ রিপোর্টারঃ প্রতিবারের ন্যায় এবারও বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থা রাজশাহীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ এপ্রিল বুধবার বিকেল ৫ ঘটিকার সময়ে রাজশাহী মহানগরীর দোশড় মন্ডলের মোড় অবস্থিত অনুরাগ কমিউনিটি সেন্টারে এ জনকল্যাণ মূলক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্ব মুহূর্তে সংস্থার সাধারন সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু কোরআন থেকে তেলাওয়াত করেন এবং মাহে রমজানের তাৎপর্য, ফজিলত বর্ণনাসহ
উক্ত সংস্থার কল্যাণের জন্য এবং সংস্থার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করা হয়। বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থা রাজশাহীর সভাপতি মো: আজিবার
রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ. জেড. এম মোস্তাক হোসেন।
বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থা রাজশাহীর প্রচার সম্পাদক আজিমা পারভীন টুকটুকির সঞ্চালনায় বিশেষ
অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ রেলওয়ের মহা-ব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল)’র অসীম কুমার তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড.এম হাবিবুর রহমান, বোয়ালিয়া জোন আর.এম.পি’র উপ-পুলিশ কমিশনার মো: সাজিদ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎ-শিল্প ও ভাস্কর্য বিভাগের প্রফেসর ড.আব্দুল মতিন তালুকদার, রাজশাহী
টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল মো: শওকত আলী খান, রাজশাহী মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো: ওয়ালী খান, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চেয়ারম্যান মোঃ ফারুক।
রাজশাহী বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থা রাজশাহীর সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইলিয়াস ব্যাপারী, অর্থ সম্পাদক মো: রাসেল মিয়া, কার্যকরী কমিটির নির্বাহী সদস্য মো: সেলিম রেজা, মো: আজম, মো: শহিদুল ইসলাম তোতা প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে প্রকাশ পায় ৩৪ বছর ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া জনকল্যাণ মূলক সংস্থার সভাপতি,সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কথা। দুস্থ-অসহায় মানুষের পাশে সদা নিবেদিত এ সংস্থা শুধু ইফতার মাহফিল নয় বরং সারাবছর সেবামূলক কার্যক্রম যেমন খাদ্য বিতরণ, শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সময়ে
বিভিন্ন ভাবে সেবা কার্যক্রম চালিয়ে সক্রিয় রয়েছে বলে তারা জানান।
সবশেষে সকলে মিলে ইফতার করার মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *