মোহনপুরে তেল মজুদরোধে মাঠে প্রশাসন

রাজশাহী

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে তেল মজুদ তদারকিতে মাঠে নেমেছেন প্রশাসন। তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামের সহযোগিতায় কেশরহাট বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াঙ্কা দাস। বুধবার (১১ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল মজুদের প্রমান না পেলেও তেল ব্যাবসায়ীদের সতর্ক করেন তারা।

মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াঙ্কা দাস বলেন, আমরা ভোক্তা অধিকার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছি। তেল মজুদের খবর থাকলেই তা সঠিক নয়। তবে তেল ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, সারাদেশে তেল মজুদ রেখে গ্রাহকের সাথে প্রতারণা করছে ব্যাবসায়ীরা। সেজন্য মোহনপুরে তেল মজুদরোধে ও ন্যায্য মুল্যে তেল বিক্রয়ের লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে থানা পুলিশ অংশ নেয়। সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থাকবে থানা পুলিশ।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় রাজশাহীর বিভিন্ন গোডাউনে তেল মজুদে অভিযান চালিয়ে কয়েকজন ব্যাবসায়ীকে জরিমানাসহ মজুদকৃত তেল খোলা বাজারে ন্যায্য মুল্যে বিক্রি করা হয়। এরই প্রেক্ষিতে কেশরহাট বাজার অভিযান চালানো হয়।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *