বাঘায় পনের লক্ষ টাকা মূল্যের হিরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

রাজশাহী

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় একশত পঞ্চাশ গ্রাম হিরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হিরোইনের মুল্যে ধরা হয়েছে পনের লক্ষ টাকা। শুক্রবার (১৩-০৫-২০২২) রাত সাড়ে ১০ টায় উপজেলা সদরে বাঘার মাজার দিঘীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃতরা হলেন- উপজেলার পাকুড়িয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে জাহিদুল ইসলাম(৪২), রেজাউল ইাসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে রবিন(২০), জালাল উদ্দীনের ছেলে মিঠু আলী(৩২)। তাদের কাছ থেকে একশত পঞ্চাশ গ্রাম হিরোইন উদ্ধার দেখিয়ে ওইদিন রাতেই ডিবি পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ডিবি পুলিশের পক্ষ হতে জানানো হয়,তারা মাদক ব্যবসা করে। বিষয়টি নিশ্চিত হয়ে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। কেনা-বেচার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মাঝে তাদের একজন জাহিদুল সেখানকার দিঘীতে ঝাপ দিযে আতœরক্ষার চেষ্টা করেছিল । স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাখানেক পর তাকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তাদের কাছে থাকা একশত পঞ্চাশ গ্রাম হিরোইন। যার বাজার মূল্যে পনের লক্ষ টাকা।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *