উপজেলা পরিষদ নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জ সদরে ভোট ১৪ অক্টাবর

রাজশাহী লীড

স্বদেশ বাণী ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ দেশের আটটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এসব উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর।

যেসব উপজেলায় ভোটগ্রহণ করা হবে সেগুলো হলো- শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া। এই নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে করা হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা। এর আগে, গত মার্চ থেকে জুন পর্যন্ত পাঁচ ধাপে চার শতাধিক উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *