বাঘায় আনসার-ভিডিপি কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

রাজশাহী

বাঘা প্রতিনিধি: বাঘায় উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর করা হয়েছে। বুধবার(১৮-০৫-২০২২) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন, রাজশাহী বিভাগের আনসার-ভিডিপি’র উপ মহাপরিচালক কামরুন নাহার। এসময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেন,কাজের মান ভালো করে কাজটি সম্পন্ন করতে হবে।

উপস্থিত ছিলেন, রাজশাহীর পরিচালক কামাল হোসেন,চার আনসার ব্যাটালিয়ন,পবা, উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা, সহ উপ পরিচালক পলাশ আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কার্যালয়ের কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,মৎস্য অফিসার সাহাদুল আলম,যুব উন্নযন অফিসার সাখাওয়াত হোসেন,উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম,পরিবার পরিকল্পনা অফিসার রাফিউন নাহার, সমবায় অফিসার আব্দুল মবিন,পল্লী উন্নয়ন অফিসার ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহমেদ, তানজিলা খাতুন (পল্লী সঞ্চয় ব্যাংক), ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি আতাউর রহমান,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ।

উপজেলা আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাস জানান,স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থায়নে ৮০(আশি) লক্ষ ৭০ হাজার ১৬০ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মাণ করা হবে। দেশ নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবেন।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *