বাগমারায় জোরপূর্বক পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন

কৃষি রাজশাহী
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর বিলে জোরপূর্বক পুকুর খনন এবং প্রভাবশালীদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রামপুর বিলে প্রভাবশালী, ভূমি দস্যুদের বিরুদ্ধে এলাকার কৃষকরা মনববন্ধন করেন।
অসহায় কৃষকরা কান্না জড়িত কন্ঠে তিন ফসলী জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রভাবশালীরা রাজনৈতিক ছত্রছায়ায় রাতের আধারে চারটি ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু করেন।
গ্রামবাসী  জোট বদ্ধ হয়ে প্রতিবাদী হয়ে ওঠেন। প্রভাবশালীরা একজন মেয়রের আত্মীয় পরিচয় দিয়ে জনগণের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছেন। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করেন এলাকার শান্তিকামী লোকজন। দু’চার জনের সাথে চুক্তি করলেও অধিকাংশ ভূমি মালিকদের সাথে কোন আলোচনা করা হয়নি। যার কারণে কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কৃষকদের পক্ষে বাইগাছা গ্রামের রিয়াজ উদ্দীন,বাগমারা থানা, সহকারি কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *