বাঘায় শিক্ষা প্রতিষ্ঠানে হনুমানের আগমন

রাজশাহী শিক্ষা

বাঘা প্রতিনিধিঃ বাঘায় দলছুট কালোমুখো হনুমানের দেখা মিলেছে উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজ ক্যাস্পাসে। রোববার(০৫-০৬-২০২২) সকাল থেকে হনুমানটি কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিল।

এমন দৃশ্যের সম্মুখীন হয়ে প্রভাষক আব্দুল হানিফ মিঞা জানান,কলেজে প্রবেশ করেই তার চোখ পড়ে ছাদের উপরে। সেখানে দেখতে পান কালোমুখো হনুমান। পিঠ ও দেহের ওপরের লোম গাঢ় ধূসর-বাদামি। বুক-পেট ও দেহের নিচ, লালচে-বাদামি বা সোনালি। লোমবিহীন মুখমন্ডল, হাত ও পায়ের পাতা কুচকুচে কালো। এমনভাবে মাথা ঢেকে রেখেছে, মনে হবে যেন টুপি পরে রয়েছে।

সরেজমিন কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়,কলেজ ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের বসার স্টান্ডে বসে থাকা অবস্তায়। উৎসুক শিক্ষক-শিক্ষার্থীরা হনুমানটি দেখার চেষ্টা করলেই লাফিয়ে বেড়াচ্ছে। হনুমানটি কখনো ছাদে আবার কখনো নীচে নেমে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে বলে বলে জানান শিক্ষকরা ।

ওই কলেজের প্রভাষক আহম্মেদ বেলালের মতে, হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে নিজ এলাকা ছেড়ে এই এলাকায় এসেছে। খাবারের সন্ধানে ছুটছে কখনো বাসাবাড়ি, আবার কখনো এখানে সেখানে গাছের ডালে।
বাঘা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ রোকনুজ্জামান জানান, এক সময় সুন্দরবন-পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে প্রচুর কালোমুখো (মুখ কালো) বড় প্রজাতির হনুমানের দেখা যেত। এখন শুধুমাত্র কিছু হনুমান রয়েছে, তাও খাদ্যাভাবে দলছুট হয়ে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এবং মারাও যাচ্ছে। না দেখে বলা মুস্কিল। তবে আকার-আকুতির বর্ননায় এখন বলা যায়, এ প্রজাতির হনুমান বিলুপ্তির পথে। তাই একে বিরল প্রজাতির কালোমুখো হনুমান বলা হয়।

 

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *