প্রেস বিঞপ্ত: গত ২৪ ঘন্টায় (২৩-৬-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৭ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৬ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা
০৫ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং শ্রী সনাতন টুডু(২৫) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মোঃ আসামুদ্দিন(৫২) কে ১১লিটার চোলাইমদসহ আক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্ব.বা/ রু
Spread the love