৪ দফা দাবিতে রাসিক মেয়র লিটনকে ডাক কর্মচারীদের স্মারকলিপি প্রদান

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: ডাক কর্মচারীদের জমানো ফিডালিটি বন্ডের টাকায় ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনসহ চার দফা দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের উত্তরাঞ্চল সার্কেল সংস্থা।

শনিবার দুপুরে নগর ভবনে মেয়রকে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপি গ্রহণ করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আপনারা যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছেন, এগুলো মাননীয় মন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের নিকট উপস্থাপন করবো। আপনাদের দাবিগুলো বাস্তবায়নে সহযোগিতা করবো।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (উত্তরাঞ্চল) রাজশাহীর সার্কেল সভাপতি মো. আরসাদ আলী, সার্কেল সম্পাদক মাহাবুবুল আলম, রাজশাহী জিপিও ইউনিট কার্যকরী সভাপতি মুহা. মখলেছুর রহমান, পিএমজি ইউনিট সভাপতি লুৎফর রহমান, কার্যকরী সভাপতি শওকত আলী, রাজশাহী জিপিও ইউনিট সহসভাপতি মো. শাহীনূরুল ইসলাম,পিএলআই ইউনিট সভাপতি ফরিদুল কবীর প্রমুখ।

তাদের চার দফা দাবি হলো: কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুজনিত কারণে ৮ (আট) লক্ষ টাকা, স্থায়ী অক্ষমতার জন্য ৪ (চার) লক্ষ টাকা এবং দাফন-কাফনের জন্য ৩০ (ত্রিশ) হাজার টাকা আর্থিক সহায়তার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন; সরকারি কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ সুবিধা প্রাপ্তির পূর্বশর্ত ই.এফ.টি পদ্ধতিতে বেতন প্রদান নিশ্চিত করা; ১৬-২০ গ্রেডের পোশাকধারী কর্মচারীদের জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পোশাকসহ অন্যান্য সামগ্রী সরবরাহ; কর্মচারীদের জমানো ফিডালিটি বন্ডের টাকায় ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *