রাজশাহীর আদালতে বগুড়ার যুবকের বিরুদ্ধে রায়

বিশেষ সংবাদ রাজশাহী

মহানগর প্রতিনিধি : চোরাই মোবাইল সেটের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির দায়ে রাজশাহীর আদালত এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে সেই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে শাস্তি হিসেবে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বগুড়ার কাহালু উপজেলার পাতাঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩২) ।

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে ‘মিজান মোবাইল সার্ভিসিং’ নামে তার সার্ভিসিংয়ের দোকান আছে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মিজানুর রহমান তার দোকানে আইএমইআই নম্বর পরিবর্তনের বিশেষ ইলেক্ট্রনিক্স যন্ত্র ‘মিরাক্কেল বক্স’ ব্যবহার করতেন। এটির মাধ্যমে তিনি চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে দিয়ে বিক্রি করতেন। ফলে চোরাই করা মোবাইলগুলো আর শনাক্ত করা সম্ভব হতো না।

 

মামলার সুত্র থেকে জানা যায়, মিজানুরের এ কর্মকাণ্ডের তথ্য পেয়ে ২০১৮ সালের ৬ নভেম্বর দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম অভিযান চালান।

এ সময় তিনি মিরাক্কেল বক্স, দুটি মোবাইল ফোন ও কম্পিউটারসহ মিজানুরকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন এসআই আবদুস সালাম। পরবর্তীতে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল হলে অভিযুক্ত মিজানুরের বিচার শুরু হয়।

বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্যে মিজানুরের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *