তানোরে বিএমডিএর ৬ হাজার গাছের চারা বিতরণ

রাজশাহী

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ( বিএমডিএর) মাধ্যমে ফলজ ওষুধি ও মসলা জাতীয় বিভিন্ন প্রজাতির ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালের দিকে

বিএমডিএ চত্বরে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তিনি বলেন জলবায়ুর বিরুপ প্রভাব পড়েছে বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত তানোর উপজেলায়। সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত। এউপজেলায় কিছু অসাধু ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিল করতে নিমিষেই গাছ পালা বন জঙ্গল উজাড় করে ফেলেছে। এজন্য মাননীয় সাংসদের একান্ত ইচ্ছায় এপ্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই পরামর্শে ফলজ, বনজসহ বিভিন্ন প্রকার মসলার চারাও দেওয়া হয়েছে।

আরো উপস্থিত ছিলেন বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, কৃষি অফিসার সাইফুল্লাহ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

 

স্ব/বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *