নানা আয়োজনে রাজশাহী নগরীতে পবিত্র আশুরা পালন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে ১০ই মহররম পবিত্র আশুরা পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে আশুরায় শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও বার্ষিক ওরশ মোবারক।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর শিরোইল কলোনী চার নম্বর রোড থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক দিয়ে হযরত তুরকান শাহ (র.) ও শাহ মখদুম (র.) এ মাজারে গিয়ে পৌঁছে। সেখানে তাদের রওজা মোবারকে মোনাজাত শেষে র‌্যালিটি আবার খাতুনে জান্নাত (রা.) এর দরবারে এসে শেষ হয়। শোক র‌্যালিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা। এটি বের করে দরবারে মা খাতুনে জান্নাত (রা. আ.), তরিকায়ে নকশাবন্দী নামের একটি সংগঠন।

আরেকটি র‌্যালি বের করে বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশন, রাজশাহী নামের একটি সংগঠন।

আশুরা উপলক্ষে বাদ মাগরিব ৫ম জিকির, মিলাদ মাহফিল ও বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। এর মাধ্যমেই আশুরা উদযাপনের পর্ব শেষ হবে।

উল্লেখ্য, সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ ওই দিনেই পৃথিবী সৃষ্টি করেছেন এবং ওই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

আশুরার দিনে বিশ্বে সংঘটিত অলৌকিক অনেক ধর্মীয় ঘটনার কারণে মুসলমানদের কাছে ১০ মহররম বিশেষভাবে মহিমান্বিত। এছাড়া ওইদিনে ঐতিহাসিক কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সপরিবারে শাহাদাতবরণ করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *