তানোরে কৃষকের হাতে আটক সার ভ্রাম্যমান আদালতে ডিলারের জরিমানা

কৃষি রাজশাহী

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিসিআইসির ডিলার মৌসুমি ট্রেডার্সের সার গোপনে পাচারের সময় কৃষকরা হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দিলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ বাজারের মৌসুমি ট্রেডার্সে।

খোঁজ নিয়ে জানা গেছে, কামারগাঁ বাজারের বিসিআইসির ডিলার শ্রী বিকাশ দীর্ঘদিন ধরে কামারগাঁ ইউনিয়নে দেয়া কৃষকের বরাদ্দের সার কালো বাজারে পাচার করে আসছিলো। বুধবার সকালে বিকাশ ভুটভুটি গাড়িতে করে সার পাচার করার সময় হাতেনাতে কৃষক জনতা আটক করেন।

আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন কৃষকরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলেই ডিলার বিকাশকে ২০হাজার টাকা জরিমানা করেন।এবং পাচার হওয়া সার গুলো স্থানীয় কৃষকের মাঝে সল্প মূল্যে নিলাম করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *