বঙ্গবন্ধু কলেজে “সারাদিন এ্যাকাউন্টিং” ক্লাস আড্ডা অনুষ্ঠিত

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর বিজনেস ফ্যাকাল্টির আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগিতায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে “সারাদিন এ্যাকাউন্টিং” ক্লাস আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রেজেন্টেশন, প্রতিযোগিতা, আড্ডা, ক্লাসের মাধ্যমে হিসাববিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

বিভিন্ন সেশন পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম, শফিউর রহমান প্রমূখ। মূলত শিক্ষার্থীদের মাধ্যে হিসাববিজ্ঞানের ভীতি কাটাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনের মধ্যে, বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় স্টুডেন্টস অব দ্য ডে নির্বাচিত হয় ঈমন আলী সাগর, কুইজ প্রতিযোগিতায় প্রথম মেহেদি হাসান হৃদয়, দ্বিতীয় রতন টুডু এবং তৃতীয় হয়েছে আফসানা। উপস্থিত বুদ্ধি প্রতিযোগিতায় প্রথম রাসেল শেখ, দ্বিতীয় মহিমা আখতার এবং তৃতীয় হয়েছে ইয়াসমিন আরাফাত মারুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম। তিনি এ ধরণের ক্লাস আড্ডার আরো আয়োজনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান লাইলুন নাহার, কোর্স কো-অর্ডিনেটর শরিফুল ইসলামসহ বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ।

এদিকে, “সারাদিন এ্যাকাউন্টিং” ক্লাস আড্ডা অনুষ্ঠানের উদ্বোধন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোঃ মিয়াজউদ্দিন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *