রামেক হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও এক নারীর মৃত্যু

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রওশন আরা (৫৫)। শনিবার সকাল ১০টার দিকে রামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত রওশন আরা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

শনিবার সকাল ১০টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মারা যান রওশন আরা।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর কুষ্টিয়ায় ডেঙ্গু রোগ শনাক্ত হয় রওশন আরার। এর পর ১০ সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালে আনা হয়।

রাজশাহীতে আসার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার তাকে সাধারণ ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

রামেক হাসপাতালে এ নিয়ে দুই নারীসহ তিনজন ডেঙ্গু রোগী মারা গেলেন। হাসপাতালে শনিবার ১৯ ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এ বছর সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৬৮৫ রোগী ভর্তি হয়েছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *