নিয়োগে অর্থ লেনদেন না করার আহ্বান রাসিক মেয়র লিটনের

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেন অথবা অবৈধপন্থা অবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান মেয়র।

বিজ্ঞপ্তিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘গত ২৪-০৮-২০১৯ খ্রি. তারিখে দৈনিক সমকাল ও বাংলাদেশ প্রতিদিন এবং ২৫-০৮-২০১৯খ্রি. তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭৯টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সকল পদে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এমতবস্থায় সংশ্লিষ্ট সকলকে আর্থিক লেনদেনসহ সকল ধরনের অনিয়মে জড়িত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর সকল প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট সকল প্রার্থীকে কোন ধরনের নিয়মবর্হিঃভূত কর্মকাণ্ড এবং অর্থ লেনদেনে লিপ্ত না হওয়ার জন্যও অনুরোধ করা হলো।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *