মান্দায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রাজশাহী লীড
 রওশন আলম:
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে বিভিন্ন ওষুধের  দোকানে  অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নওগাঁর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২টি ফার্মেসীকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন ৩৪ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযান পরিচলনা করেন নওগাঁ জেলা কার্যালয়ের ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  রকিবুল হাসান । অভিযান পরিচালনার সময় বেশি ভাগ ফার্মেসী বন্ধ ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক  রকিবুল হাসান জনান, ফার্মেসিতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ,ফিজিসিয়ান সেম্পল জব্দ এবং  প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সতর্ক করার জন্য এই জরিমানা করা হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *