রাজশাহী শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে মুক্তিযুদ্ধ গ্যালারি‘র উদ্বোধন ও কলেজ বার্ষিকী ‘প্রতীতি’র মোড়ক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর নওদাপাড়াস্থ অত্র কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা প্রফেসর রহুল আমিন প্রামাণিক, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শেখ হাফিজুল বারী, এবং সিনিয়র শিক্ষক সৈয়দ নাদিম আখতার।

এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীব্রন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রথমে ফিতা কেটে মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন এবং পরে অতিথিদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধ গ্যালারি ঘুরে দেখেন তিনি। পরে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কলেজ বার্ষিকী ‘প্রতীতি‘র মোড়ক উন্মোচন করেন মেয়র।

এসময়ে মেয়র কলেজের একাডেমি কার্যক্রম ও পরিবেশ উন্নয়নের জন্য সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার আহ্বান জানান।

এছাড়াও কলেজের প্রস্তাবিত ১০তলা ভবন স্থাপনসহ অন্যান্য ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন মেয়র।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *