ঘোষণা ছাড়াই রাসিকের উচ্ছেদ অভিযান পরিচালনার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের ঘেরাও কর্মসূচী

বিশেষ সংবাদ লীড

স্টাফ রিপোর্টার: আগাম কোনো ঘোষণা ছাড়াই নগরীর রাণীবাজার টাইলস পট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এসময় ফুটপাত দখল করে রাখা মালামাল জব্দ করা, দখলের দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা ও কয়েকজনকে আটক করা হয়। এতে বিক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করে ব্যবসায়ীরা।

সোমবার সকালের দিকে এ অভিযান চালায় সিটি কর্পোরেশন। পরে বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করে ব্যবসায়ীরা। এসময় মেয়রের সাথে সাক্ষাত করেন তারা। এতে জব্দকৃত মালামাল, জরিমানা মওকুফ ও আটককৃতদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন মেয়র। পরে রাত সাড়ে সাতটার দিকে তারা ফিরে যায়।

রাণীবাজার টাইলস পট্টি এলাকার ব্যবসায়ীরা জানান, আগাম কোনো ঘোষণা ছাড়াই রাণীবাজারে অভিযান চালায় সিটি কর্পোরেশন। এটার কোনো নিয়ম নেই। তাদের কিছু মালামাল ফুটপাতের ওপর ছিল। মালামালগুলো জব্দ করে ট্রাকে উঠিয়ে নিয়ে আসে। এছাড়া এসময় কয়েকজনকে পুলিশ ভ্যানে উঠিয়ে নিয়ে আসে। বিভিন্ন জনকে ৫০-৬০ হাজার টাকা জরিমানা করে। সোমবার সকালের দিকে এ অভিযান চালায় সিটি কর্পোরেশন। অভিযানের পর দোকান পাট বন্ধ রাখে ওই এলাকার ব্যবসায়ীরা। পরে বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করে ব্যবসায়ীরা।

তুহিন নামের এক ব্যবসায়ী জানান, কোনো ঘোষণা ছাড়াই রাণীবাজারে অভিযান চালায় সিটি কর্পোরেশন। আবার কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে উঠিয়ে নেয়া হয়। এজন্য বাধ্য হয়ে আমরা এখানে এসেছি।

পরে মেয়রের সাথে সাক্ষাত করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এতে জব্দকৃত মালামাল, জরিমানা মওকুফ ও আটককৃতদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন মেয়র। পরে রাত সাড়ে সাতটার দিকে তারা ফিরে যান।

কিন্তু ফিরে গেলেও মিটিং করে দোকানপাট খোলা হবে বলে জানান বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *