বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়ায় কেড়ে নেয়া হলো মাউথপিস

বিশেষ সংবাদ রাজশাহী
স্বদেশ বাণী ডেস্ক: গত ২৭/০১/২০২০ ইং তারিখে চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে  ‘যদি রাত পোহালে শোনা যেত’ গানটি গাওয়ার সময় স্হানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে ইসরাত জাহান নামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর কাছ থেকে মাউথপিস কেড়ে নেয়া এবং গানের ডায়রি ছুঁড়ে ফেলে তাকে ষ্টেজ থেকে নামিয়ে দেয়ার ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটায় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের সফরসঙ্গী লতিফুর রহমান বিলাস।তিনি ও তার পরিবার স্হানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
চাঁপাই নবাবগঞ্জেরর ভোলাহাট উপজেলার মুশরীভূজা ইউসূফ আলী স্কুল এন্ড কলেজের নবীনবরন ও বিদায় অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,”যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই”গানটি গাওয়ার মাঝপথে লতিফুর রহমান বিলাস ওই ছাত্রীর কাছ থেকে মাউথপিস কেড়ে এবং ডায়রিটি ছুঁড়ে ফেলে ছাত্রীকে স্টেজ থেকে নামিয়ে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো আজগার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেনঃবিষয়টি দুঃখজনক এবং ছাত্রীটির পরিবারের সাথে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে।
এ বিষয়ে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে প্রতিবেদকের পরিচয় দিয়ে ক্ষুদেবার্তা ও কল করা হলেও তিনি তা রিসিভ করেন নি।
ঘটনাটির একটি ভিডিওচিত্র আমাদের কাছে রয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *