করোনা প্রতিরোধে রাজশাহীবাসীর প্রতি মেয়র লিটনের বিশেষ আহবান

বিশেষ সংবাদ রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করে রাজশাহী মহানগরবাসীর প্রতি বিশেষ আহবান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রিয় মহানগরবাসী, নোভেল করোনা ভাইরাস পুরো বিশে^র কাছে এক আতঙ্কের নাম। ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস এক ধরণের সংক্রামক ভাইরাস। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এমনকি পশু/পাখির মাধ্যমে এ ভাইরাস ছড়াতে পারে। ভাইরাসে আক্রান্তের লক্ষণসমূহ হচ্ছে- শ^াসকষ্ট, নিউমোনিয়া, ১০০ ডিগ্রির বেশি জ¦র, শুকনো কাশি, বুকে সর্দি-কফ জমা, সর্দি-কাশি, মাথাব্যথা, গলাব্যথা, মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া, শিশু, বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রংকাইটিসও হতে পারে।

বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, অন্যদের মাঝে সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তিকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। এমনকি এই ভাইরাস আক্রান্তে মৃত ব্যক্তির দাফন/ সৎকার কালে ভাইরাসটি অন্যদের মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকে। এজন্য উক্ত ব্যক্তির দাফন/ সৎকারে অমানবিক হলেও কেউ এগিয়ে আসতে চায় না। সুতরাং কোনভাবেই কেউ যেন আক্রান্ত না হয়, সেজন্য প্রত্যেককে বিশেষভাবে সচেতন থাকতে হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিন্মোক্ত বিষয়গুলো আবশ্যিকভাবে মেনে চলার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি
 সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন, তারা স্বেচ্ছায় ১৪ দিন হোম  কোয়ারেন্টাইনে থাকুন।
 সম্প্রতি বিদেশ থেকে কেউ আসলে দ্রæত স্থানীয় ওয়ার্ড কার্যালয়ে তথ্য প্রদান করুন।
 জনসমাগমস্থলে গমন এবং সভা, মিছিল, মিটিং, সেমিনার, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন ও অংশগ্রহণ থেকে বিরত থাকুন।
 বিশেষ প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না।
 বিনোদনকেন্দ্র ও কমিউনিটি সেন্টারে যাবেন না।
 কোন প্রতিষ্ঠান, বিভিন্ন মোড় ও চায়ের স্টলে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন।
 গণপরিবহনে যাতায়াত করা থেকে বিরত থাকুন।
 সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন।
 জরুরি প্রয়োজন ব্যতীত অফিস-আদালত স্বশরীরে হাজির হয়ে সেবা গ্রহণ করা থেকে বিরত থাকুন।
 জরুরি প্রয়োজন ব্যতীত যে কোন ধরনের ভ্রমণ থেকে বিরত থাকুন।
 অসুস্থ্য ও বিদেশ ফেরত এবং বয়স্ক ব্যক্তি মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ আদায় করুন।
 করমর্দন ও কোলাকুলি করা থেকে বিরত থাকুন। যেকোন ব্যক্তি হতে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
 নিয়মিত সাবান/হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করুন। হাত না ধুয়ে নিজের মুখমন্ডল স্পর্শ করবেন না।
 এই বিশেষ অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য/পণ্যের মূল্য অহেতুক বৃদ্ধি করা থেকে বিরত থাকুন।
 করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলুন।

কারো মধ্যে ভাইরাসের আক্রান্তের উপসর্গগুলো দেখা দিলে দ্রæত নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করুন:
আইইডিসিআর হটলাইন- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১,০১৯২৭৭১১৭৮৪,০১৯২৭৭১১৭৮৫। অথবা সিভিল সার্জন রাজশাহী-০১৭১২৫০১৬১১, উপ-পরিচালক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-০১৭১১৩৬৬২৩৫, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন-০১৭১৩০৯৮৮৭২। অথবা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করুন।

সর্বোপরি আমাদের সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্ন ঐতিহ্যবাহী শান্তির শহর রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের বিস্তার ও প্রাণহানি রোধে সবাই সর্তক হোন। আসুন আপনি, আমি সকলে ঐক্যবদ্ধভাবে এই মহামারীর বিস্তার প্রতিরোধ করি। করোনা ভাইরাস প্রতিরোধে আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *