রাজশাহীতে করোনা সন্দেহে ১ জনকে আইসোলেশনে ভর্তি

বিশেষ সংবাদ রাজশাহী লীড

স্বদেশ বাণী ডেস্ক:

রাজশাহীতে করোনা সংক্রমিত সন্দেহে এক জনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। ওই যুবকের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়।

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান রামেকের করোনা চিকিৎসা কমিটির আহŸায়ক অধ্যাপক আজিজুল হক আজাদ। তিনি বলেন, করোনা সংক্রমিত সন্দেহে এক জনকে আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই ব্যাক্তির সর্দি-কাশি ও শ্বাসকষ্ট রয়েছে। তবে এখনো আমরা নিশ্চিত নই। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনের আওতায় আসা ব্যক্তির সংখ্যা কমেছে। গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগের আট জেলায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে এসেছে ১৩১ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় জানিয়েছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের আওতায় আসে ৬ হাজার ৮৪০ জন। তবে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া থেকে পেয়েছেন ৩ হাজার ৩০৯ জন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *