মুহাররম ও আশুরার রোযা কবে এবং কয়টি: মাওঃ মুরশিদ আলম

বিশেষ সংবাদ রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: ১৪৪২ হিজরী নতুন বছরের পবিত্র মহররম মাস,এবং আগামী ১০ই মহররম,৩০শে আগষ্ট রোজ রবিবার পবিত্র আশুরা পালিত হবে।

মুহাররম ও আশুরার রোযা কবে ও কয়টি:

মহররম মাসে রোযা রাখা ছাড়া আর কোনো আমল সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। পবিত্র কোরআনে ও হাদীস শরীফে এ মাস সম্পর্কে যা এসেছে তা হল, এটা অত্যন্ত ফযীলতপূর্ণ সময়। কুরআনের ভাষায় ‘আরবাআতুন হুরুম’-অর্থাৎ চার সম্মানিত মাসের অন্যতম এই মাস।

এ মাসে রোযা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে:

১।হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أفضل الصيام بعد رمضان شهر الله المحرم
‘রমযান মাসের ফরয রোযার পর সম্মানিত মাস মুহাররমের রোযাই হল সর্বশ্রেষ্ঠ রোযা।’
[সহীহ মুসলিম ২/৩৬৮; জামে তিরমিযী ১/১৫৭]
এর মধ্যে আশুরার রোযার ফযীলত আরও বেশি।

২। হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোযা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।
[সহীহ বুখারী হাদিস নং-১/২১৮]

৩।অন্য হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التى قبله
‘আমি আশাবাদী যে, আশুরার রোযার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগীরা) গুনাহ ক্ষমা করে দিবেন।
[সহীহ মুসলিম ১/৩৬৭; জামে তিরমিযী ১/১৫৮]

৪।আশুরার রোযা সম্পর্কে এক হাদীসে এসেছে যে, ‘তোমরা আশুরার রোযা রাখ এবং ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ।
[মুসনাদে আহমদ ১/২৪১]

৫। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ তারিখ সহ আশুরার দিনও অবশ্যই রোযা রাখব।
[সহীহ মুসলিম ১/৩৫৯]

আশুরার রোযা কোনদিন:

আশুরার রোযা একটি রাখা মাকরুহ, কারণ ঐ দিন ইহুদীরাও রোযা রাখে তাই আশুরার রোযা ৯ই ও ১০ই মহররম বা ১০ ও ১১ই মহররম এইভাবে দুইটা মিলাই রাখতে হবে। আশুরার রোযা চার ভাবে রাখা যাবে: ১লা মহররম (কাল) হতে ১০ই মহররম (আশুরা) পর্যন্ত=১০টি, অথবা ৯ই মহররম ও ১০ই মহররম (২৯ও৩০শে আগষ্ট,শনিবার ও রবিবার)=২টি, অথবা ১০ই মহররম ও ১১ই মহররম (৩০ও৩১শে আগষ্ট, রবিবার ও সোমবার)=২টি, অথবা ৯,১০,১১ই মহররম=৩টি,এইভাবে রাখতে হবে। কিন্তু শুধু একটা রাখা যাবেনা।

হাঃ মাওঃ মুরশিদ আলম ফারুকী

ইমাম ও খতিব

সাঁকোপাড়া জামে মসজিদ

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *