একুশে বইমেলা কবে হবে তা জানা যাবে ১৭ জানুয়ারি

বিশেষ সংবাদ

স্বদেশবাণী ডেস্ক: এবছর পূর্বের মত ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা। তবে সময় পরিবর্তন করে মেলা আয়োজনের চিন্তা করছে আয়োজকরা। পাঠক, লেখক ও প্রকাশকদের একটাই প্রশ্ন- কবে হতে পারে মেলা? সে প্রশ্নের উত্তর খুঁজতে এবং এ বিষয়ে আলোচনা করতে আগামী ১৭ জানুয়ারি বিশেষ সভা ডাকা হয়েছে। সেদিনই সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হবে।

বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সংস্কৃতি মন্ত্ররালয়, প্রকাশক ও আয়োজকরা মিলে আলোচনা করতে হবে। আমরা চাই না, করোনা পরিস্থিতি আমাদের আয়োজনের জন্য খারাপের দিকে যাক। কেউ যেন দায়ী না করে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের পরামর্শ দিয়েছে। সামনে করণীয় বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে তারা বলবেন।’

প্রকাশকরা জানান, আমাদের বলা হয়েছে ফেব্রুয়ারিতে মেলা হবে না। পরবর্তীতে কবে হবে সেটাও নিশ্চিত না। করোনার কারণে গত ৯ মাস বইয়ের সঙ্গে সংশ্লিষ্টরা কোনও বেচাবিক্রি করতে পারেননি। মেলাটা না হওয়া আমাদের জন্য অর্থনৈতিক ক্ষতি। করোনা পরিস্থিতিই যদি বিবেচনায় নেওয়া হয়, তবে আমাদের প্রস্তাব— দেরিতে হলেও মেলা যেন হয়।

এর আগে ১০ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন সম্ভব নয়। ফলে যথানিয়মে এবছর ফেব্রুয়ারিতে মেলার পর্দা উঠছে না।’

উল্লেখ্য, গত ডিসেম্বরে মেলা না করার সিদ্ধান্ত জানানোর সময় বাংলা একাডেমির পক্ষ থেকে ভার্চুয়াল মেলা করা যায় কিনা, সেই প্রস্তাব দেয়া হয়েছিল। সে বিষয়টি তুলে ধরে মহাপরিচালক আবারও বলেন, ‘আমরা ভার্চুয়ালি করবো কিনা, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *