এগার বছর পর নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বাবু হত্যা মামলার চার্জশীট দাখিল

বিশেষ সংবাদ রাজশাহী লীড
নাটোর প্রতিনিধিঃ নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলায় অবশেষে প্রায় ১১ বছর পর চার্জশীট দিয়েছে সিআইডি। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সিআইডি নাটোরের সিনিয়র এএসপি মোঃ আব্দুল হাই বড়াইগ্রাম আমলী আদালতের বিচারক তানজিম আলম তাবাস্সুমের আদালতে আলোচিত এই হত্যা মামলার চার্জশীট জমা দেন।
এতে বাদশা নামে একজন আসামী মারা যাওয়ায় তাকে বাদ দেয়া হয়েছে। এছাড়া তিনজন অপ্রাপ্ত বয়স্ক আসামীর নামে দোষীপত্র দেয়াসহ এজাহারনামীয় মোট ৪৪ জনের নামে চার্জশীট দাখিল করা হয়েছে।
চার্জশীট সুত্রে জানা যায়, ২০১০ সালের আট অক্টোবর কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বনপাড়া বাজারে সানাউল্লাহ নুর বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল চলছিল। এ সময় মিছিলে সন্ত্রাসী হামলায় সানাউল্লাহ নুর বাবুসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যান। পরদিন সানাউল্লাহ নুর বাবুর স্ত্রী মহুয়া নুর কচি বাদী হয়ে থানায় প্রথমে বর্তমান বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনকে প্রধান আসামী করে সাতাশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে সংযোজনের আদেশ নিয়ে আরো ১৮ জন মিলিয়ে মামলায় সর্বমোট ৪৫ জনকে আসামী করা হয়। দীর্ঘ ১২ বছরে দফায় দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর অবশেষে মঙ্গলবার আদালতে দেশব্যাপী আলোচিত এ মামলার চার্জশীট দেয়া হলো।
চার্জশীটভূক্ত আসামীদের মধ্যে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, তার সহোদর কে এম জামিল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, মাসুদ সোনার, সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রিকোন, ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম মিঠু, হাবিব, আব্দুল মোমিন, বাবলু মোল্লা, লুৎফর রহমান, বাবু ও জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সেলিম, হাসেম, হাসেম-২, গৌতম ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার,সৈকত, রিপন সোনার, মালেক, মাহবুব, জনি, অন্যতম।
মামলার বাদী মহুয়া নুর কচি বলেন, দীর্ঘ সময় পরে হলেও মামলার চার্জশীট জমা দেয়ায় আমি সিআইডিথর কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আদালতের কাছে দ্রুত সময়ের মধ্যে আমার স্বামী হত্যার বিচার চাই।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *