পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ গাজীর ভাসমান মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ রাজশাহী

বাঘা প্রতিনিধি: বাঘায় পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহ উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের খোকন হোসেন গাজীর (২৫)। সে মৃত নওশাদ গাজীর ছেলে। শুক্রবার (১ জুলাই) মরদেহ উদ্ধারের পর জুম্মার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে সাইফুল ইসলাম ও মিলন হোসেনকে সাথে নিয়ে আতারপাড়ার পূর্ব দিকের পদ্মায় নৌকা নিয়ে মাছ ধরতে যায় খোকন হোসেন গাজী । নৌকা থেকে জাল ফেলার সময় নদীতে পড়ে নিখোঁজ হয় খোকন।

দুই বন্ধু চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে পরিবারের লোকজনও নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাইটা এলাকার পদ্মা থেকে খোকনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাইফুল ইসলাম ও মিলন হোসেন বলেন, নৌকা থেকে পড়ার সাথে সাথে নদীর শ্রেণীতে তলদেশে চলে যায়। আমরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *