সম্ভাব্য যে আসন গুলোতে বিএনপির প্রতীক পাচ্ছে জামায়াত

জাতীয় বিশেষ সংবাদ লীড

স্বদেশ বাণী ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে যাবে আর কে যাবে না-এ প্রশ্ন এখন আর কারও মনেই নেই। সব দল ও জোটই এখন নির্বাচনমুখী। বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার মধ্য দিয়ে সব সংশয় আপাতত কেটে গেছে। গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। চলছে নানা সমীকরণ।

আর বিএনপি জোটে কোন দল কতটা আসনে লড়বে তা নিয়েই চলছে দরকষাকষি । জামায়াত ৭০-৮০টি আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা থাকলেও অবশেষে স্বল্প কয়টি আসনে বিএনপির ধানের শীষ মার্কা নিয়েই নির্বাচন করছে বলে জামায়াতের একটি সূত্র  বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্ভাব্য যে আসন গুলোতে জামায়াত ধানের শীষের প্রতীক পাচ্ছেন…

১.মো:আবু হানিফ – দিনাজপুর ১
২.আনোয়ারুল ইসলাম – দিনাজপুর ৬
৩. গোলাম রাব্বানী – রংপুর ৬
৪.মোস্তাফিজুর রহমান – কুড়িগ্রাম ৪
৫.মাওলানা আমজাদ হোসেন – গাইবান্ধা ৫
৬. নুরুলইসলাম বুলবুল – চাঁপাই নবাবগঞ্জ ৩
৭.রফিকুল ইসলাম খান – সিরাজগঞ্জ ৪
৮.আবুসাইদ মো: শাহদাৎ – যশোর ২
৯ .অধ্যাপক মতিউর রহমান – ঝিনাইদহ ৩
১০. ব্যারিষ্টার নাজীব মোমেন – পাবনা ১
১১.অধ্যাপক শহিদুল ইসলাম – বাগেরহাট ৪
১২.মাও: আবুল কালাম আজাদ – খুলনা ৬
১৩. গাজী নজরুল ইসলাম – সাতক্ষীরা ৪
১৪.শামীম সাইদী – পিরোজপুর ১
১৫.ডা: সৈয়দ আ: মো: তাহের – কুমিল্লা ১১
১৬. আ ন ম শামশুল ইসলাম – চট্রগ্রাম ১৫

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *