প্রিমিয়ার লীগে চার্লস-মিথুনের ব্যাটে সিলেটের বড় পুঁজি

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ১৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট থান্ডার।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে মেহেদী হাসানের বলে শূন্য রানে ফিরেন আগের ম্যাচের শতক হাঁকানো আন্দ্রে ফ্লেচার। একই ওভারে ৪ রান করা জনসন চার্লসের সহজ ক্যাচ মিস করেন পাকিস্তানি আসিফ আলী। যার মাশুল দিতে হয়েছে ঢাকা প্লাটুনকে।

জীবন পেয়ে মাত্র ৪৫ বলে ৮ ছক্কা ও ৩ চারে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরেন চার্লস। আগের ম্যাচের ন্যায় এদিনও ব্যর্থ অধিনায়ক মোসাদ্দেক। আফ্রিদির বলে ৪ রান করে ফিরেন তিনি।

এরপর দুর্দান্ত জুটি গড়েন মোহাম্মদ মিথুন ও রাদারফোর্ড। শেষ দিকে মিথুনের ৪ ছক্কা ও ১ চারে মাত্র ৩১ বলে ৪৯ রানের ইনিংস এবং রাদারফোর্ডের ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান জড়ো করে সিলেট থান্ডার।

সিলেট থান্ডার একাদশ:

আন্দ্রে ফ্লেচার, আব্দুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শিরফানে রাদারফোর্ড, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন, নাজমুল ইসলাম।

ঢাকা প্লাটুন একাদশ:

তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদি হাসান, আসিফ আলী, জাকের আলী, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, সাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *