বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন ম্যারাডোনা

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এতদিন গুঞ্জন হিসেবে থাকলেও, আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।

মূলত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসছেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা জানান।

ম্যারাডোনার ঢাকা সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তাই মার্চের মধ্যেই ম্যারাডোনার ঢাকা সফরের তারিখ ও সময়সূচি নির্ধারণ করতে চায় বাফুফে। এক থেকে দুই রাতের জন্য ফুটবলের এই জাদুকর ঢাকায় থাকবেন। এই সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরের ব্যাপারে ম্যারাডোনার এজেন্টের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে বাফুফে। তবে আর্জেন্টাইন এই সুপারস্টারের সফরের ব্যাপারে সংবাদ সম্মেলন করে সবকিছু জানাতে চায় বাফুফে।

১৯৮৬ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা ডিয়োগো ম্যারাডোনার নেতৃত্ব ও কারিশমায়।

ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *