দ্বিতীয় রাউন্ডে সেরেনা-ওসাকার

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সেরেনা। মেয়েদের এককে সেরেনা বোনদের দাপট কমেছে বহু আগে। অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যাশিত জয় পেয়েছেন শুধু সেরেনা উইলিয়ামস। তিনি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন বড় বোন ভেনাস উইলিয়ামস।

মা হওয়ার পর কোনও গ্র্যান্ড স্লাম জিততে পারেননি ২৩টি গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা। গত বছর দুটি গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছালেও হার মেনেছেন তারুণ্যের কাছে। এর ফলে কিংবদন্তি মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লামের রেকর্ডে আর ভাগ বসাতে পারেননি ৩৮ বছর বয়সী।

এবার সেই লক্ষ্যে শুরুটা করলেন দারুণভাবে। আনাস্তাসিয়া পোতাপোভাকে ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন। যেখানে প্রথম সেট জিতেছেন ১৯ মিনিটে!

সেরেনার বোন ভেনাস অবশ্য হেরেছেন ১৫ বছর বয়সী কিশোরী কোকো গফের কাছে। যাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের টেনিসের ভবিষ্যৎ। সেই স্বদেশি গফ প্রমাণ করলেন গত উইলম্বডনে ভেনাসের বিপক্ষে প্রথম রাউন্ডের জয়টা কোনও ফ্লুক ছিল না। সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাসকে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন গফ।

অপর দিকে গতবার অস্ট্রেলিয়ান ওপেন জেতা নাওমি ওসাকাও প্রত্যাশিত জয় পেয়েছেন প্রথম রাউন্ডে। মারিয়ে বুজকোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন।

পেত্রা কেভিতোভা জয় দিয়ে নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড। চেক কাতেরিনা সিনিয়াকোভাকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *