বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের ফিরতী ম্যাচেও কুষ্টিয়ার জয়, রাজশাহীর কোচসহ ৫ খেলোযাড়কে বহিস্কারে পদক্ষেপ গ্রহন

খেলাধুলা রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:  মুজিব বর্ষ উপলক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে কুষ্টিয়া ভেন্যুতে রাজশাহী জেলাকে ২-১ গোলে কুষ্টিয়া জেলা হারালে গতকাল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফিরতী ম্যাচে সফররত কুষ্টিয়া জেলা দল ৩-১ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে আবারো হারায়।

বিজয়ী দলের ইমরান আল ১টি ও তানিম সরকার ২টি গোল করেন। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শাহ আলম,ম্যাচ কমিশনানের দায়িত্ব পালন করেন এস এম শাহাদত হোসেন সোহেল।

জাতীয় সংগিত বাজিয়ে ও পতাকা উঠিয়ে এই ম্যাচের সুচনা করেন অতিথিবৃন্দ। অতিথিরা হলেন বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মাহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মহাপনগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রফিউস সামস প্যাডী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু,কষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার শাহাদৎ আলম পলাশ, অতিরিক্ত সাধারন সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মুকবুল হোসেন লাবলু।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর ত্যেফিক আলী ভাদু, গোলাম রাব্বানী,জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজমীর আহমেদ আমান, জেলা ক্রীড়া অফিসার আ,ফ.মুহাম্মদ ওবায়দুল হক, সোনালী অতীত ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলী আফতাব তপনসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জেলা ফুটবল দলের রেজিষ্ঠ্রেশনকৃত কোচ মোঃ মামুনুল ইসলাম জেট,খেলোয়াড় মোঃ ইমন আলী, মোঃ রিডপ আহমেদ দিপু, মোঃ আবসাফুজ্জামান ছোটন, মোঃ সজল ইসলাম কলিম ও মোঃ সাকিল হোসেন সকল প্রকার সুবিধা নেয়ার পরেও খেলায় অংশ গ্রহন না করায় দল দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিধায় তাদের ৫(পাঁচ) বছরের জন্য সকল প্রকার খেলা হতে বহিস্কার করার বিষয়ে জেলা ফুটবল এসাসিয়েশন পদক্ষেপ গ্রহন করেছে বলে জানান এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজমীর আহমেদ আমান।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *