অজিদের আক্ষেপ মিটিয়েছেন অ্যাশলে বার্টি

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: বছর শুরুর গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন হয়ে থাকে অস্ট্রেলিয়াতে। অথচ ৩৬ বছর ধরে সেই গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে দেখা যায়নি অস্ট্রেলীয় কাউকে। অজিদের সেই আক্ষেপ মিটিয়েছেন অ্যাশলে বার্টি।

কোয়ার্টার ফাইনালে পেত্রা কেভিতোভার বিপক্ষে চিত্তাকর্ষক এক লড়াই উপহার দিয়েছেন বার্টি। মেলবোর্নে প্রথম সেট টাইব্রেকারে জিতে দুই সেটের খেলাটি জিতে নিয়েছেন ৭-৬ (৮-৬), ৬-২ গেমে।

শেষ চারে তার প্রতিপক্ষ আমেরিকান ১৪তম বাছাই সোফিয়া কেনিন। যিনি এবারই প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে শেষ চারের টিকিট কেটেছেন। মেলবোর্নে সর্বশেষ অস্ট্রেলীয় কোনও নারীর সেমিফাইনালে পৌঁছানোর নজিরটি ১৯৮৪ সালের। তিনি ছিলেন ওয়েন্ডি টার্নবুল।

অপর দিকে ছেলেদের এককে সেমিফাইনালে পৌঁছেছেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার। ক্যারিয়ার জুড়ে টেনিস খেললেও কখনো মুখোমুখি হননি টেনিসের! কথাটি শুনে চমকে যাওয়ারই কথা, কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন টেনিস স্যান্ডগ্রেন! তাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে ওই কথাগুলো বলেছিলেন সুইস কিংবদন্তি।

কোর্টে অবশ্য প্রতিপক্ষ টেনিসের স্বরূপটা টের পেয়েছেন খুব ভালোভাবে। ৩ ঘণ্টা ২৮ মিনিটের দীর্ঘ লড়াই হয়েছে দুজনের। সেখানে ফেদেরারকে কম ভোগাননি টেনিস! ফেদেরারের কাছে প্রথম সেটটি হেরে গিয়ে পরের দুই সেট জিতে নিয়েছিলেন।

মনে হচ্ছিল ১৯৯১ সালের পর নিচু র‌্যাঙ্কধারী কেউ খেলবেন সেমিফাইনাল! কিন্তু চতুর্থ সেটের পর তাকে বাস্তবতার মাটিতে নামিয়ে আনেন সুইস কিংবদন্তি। দুর্দান্ত লড়াইয়ে ফেদেরারের জয় পান ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬ (১০-৮), ৬-৩ গেমে। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *